রাশিয়াকে সহায়তার জন্য প্রস্তুত বেলারুশ: প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

|

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে আরও সহায়তা করার জন্য বেলারুশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জিম্বাবুয়ে সফরকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর এপি নিউজের।

খবরে বলা হয়েছে, সম্প্রতি আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফর করেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। সেখানে রাশিয়াকে সমর্থন দেয়ায় তার দেশ চাপে রয়েছে কিনা এমন প্রশ্ন রাখেন সাংবাদিকরা। পরে তিনি জবাবে এ কথা বলেন।

যদিও বেলারুশ প্রেসিডেন্ট দাবি করেন, অভিযান পরিচালনায় কারও সহায়তার প্রয়োজন নেই রাশিয়ার। তবে কী ধরনের সহায়তা করতে চান সে বিষয়ে বিস্তারিত জানাননি।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়াকে নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় বেলারুশ। গত মাসে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালায় দেশটির সেনারা। তবে এখন পর্যন্ত বেলারুশের কোনো সৈন্য যুদ্ধে সরাসরি অংশ নেয়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply