ভোলায় ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৩

|

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় এক‌টি শ্রমিকবাহী ট্রলি উল্টে দুইজন শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। এছাড়াও এ ঘটনায় আ‌রও ১৩ শ্রমিক আহত হ‌য়ে‌ছেন। এদের ম‌ধ্যে ৫ জন ব‌রিশাল ও অন্যান্যরা ঢাকার বিভিন্ন হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রা‌তে আহত ওই দুই শ্রমিককে ঢাকায় নেয়ার প‌থে মাওয়া ঘাট এলাকায় মারা যান। নিহতরা হ‌লেন, ভোলার দৌলতখান উপ‌জেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সিরা‌জের ছে‌লে মো. ফখরুল (৩০) ও একই গ্রা‌মের সিরা‌জের ছে‌লে মো. মহ‌সিন (২৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকা‌লে বাংলাবাজার থে‌কে এক‌টি ট্রলি‌তে ক‌রে ১৭ জন শ্রমিক বটতলা খাল এলাকায় এক‌টি জাহাজ থে‌কে মালামাল নামানোর জন্য রওনা হন। প‌রে ভোলা সদ‌রের দক্ষিণ দিঘলদী ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের কা‌জী বা‌ড়ি সাম‌নে সড়‌কে পৌঁছলে ট্রলি‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তায় উল্টে পড়ে যায়। এ‌তে যানটিতে থাকা ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে সেখানকার চিকিৎসক ৭ জন‌কে ব‌রিশাল প্রেরণ ক‌রেন। এরপর ব‌রিশাল থে‌কে ৫ জন‌কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। প‌রে ঢাকায় যাওয়ার প‌থে মাওয়া ঘাট এলাকায় ফখরুল ও মহ‌সিন না‌মে দুই শ্রমি‌ক মারা যান।

বাংলাবাজার পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফ‌রিদ শেখ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, নিহত‌দের লাশ বৃহস্পতিবার সকা‌লের দি‌কে ভোলা যাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply