Site icon Jamuna Television

শুভমান গিলের সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজও ভারতের

শতক হাঁকানোর পর শুভমান গিল। ছবি : সংগৃহীত

শুভমান গিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে রোহিত-কোহলিরা। বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেটে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

দলের হয়ে ৬৩ বলে ১২টি চার আর ৭টি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শুভমান গিল। ম্যাচে ২২ বলে ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি এবং ১৩ বলে ২৪ রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩০ রান যোগ করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউইরা। ১২.১ ওভারে মাত্র ৬৬ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্র্যারেল মিচেল।

ভারতের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে পান্ডিয়া নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন আশদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভি।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। পরের দুই ম্যাচে টানা জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।

এএআর/

Exit mobile version