মালান ও বাটলারের সেঞ্চুরিতে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ৫৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের দেয়া ৩৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে আর্চারের পেস তাণ্ডবে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ডায়মন্ড ওভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করতে নেমে লুঙ্গি এনগিদির পেসে মাত্র ১৪ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন দাউয়িদ মালান ও জস বাটলার। সমান ১০৬ বলে সেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটার। মালান ক্যারিয়ারের তৃতীয় আর বাটলার তুলে নেন ১১তম শতক। চতুর্থ উইকেটে দুজনের ২৩২ রানের জুটিতে ৭ উইকেটে ৩৪৬ রান করে ইংল্যান্ড।
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিলো দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী উইকেট জুটিতে আসে ৪৯ রান। তবে, বাভুমা ও রেজা হেন্ড্রিকস আউট হবার পর শুরু হয় আর্চারের তাণ্ডব। এই পেসার ৪০ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নিলে শেষ হয়ে যায় প্রোটিয়াদের সব প্রতিরোধ। ক্লাসেন ৮০ রান করলেও ৭ ওভার বাকি থাকতেই ২৮৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২-১ এর ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজ ও ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার।
/আরআইএম
Leave a reply