জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করতে শিগগিরই ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্র সচিব।
সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান। আরও জানানো হয়, ৪ ফেব্রুয়ারি ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তার এ সফরে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করা নিয়ে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা হবে।
এছাড়া, তিনদিনের সফরে বেলজিয়ামের রানি বাংলাদেশে আসছেন ৬ ফেব্রুয়ারি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন তিনি।
২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দূতাবাস চালুর ঘোষণা আসতে পারে বলেও জানান সেহেলী সাবরীন। তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধন ও যাচাইবাছাইপূর্বক কক্সবাজারের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় দেয়ার কথাও বলেন তিনি।
/এমএন
Leave a reply