ভোটার উপস্থিতি কম হলেও উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

ভোটার উপস্থিতি কম হলেও ৬টি আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে দলে রাখতে না পারা বিএনপির ব্যর্থতা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতর প্রকাশিত ‘উন্নয়নের নব দিগন্ত’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী এ দাবি করেন। জানান, আমেরিকা, ভারতসহ প্রায় সবদেশেই উপনির্বাচনে ভোটার সংখ্যা কম হয়।

হাছান মাহমুদ বলেন, আশুগঞ্জ-সরাইল আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় নেতাকর্মীরা যার সাথে ভালো মনে করেছে কাজ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপির কোমর ভেঙেছে। তবে দলটির ষড়যন্ত্র থেমে নাই। আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা না থাকায় তারা অরাজকতা-নৈরাজ্যের পথে হাঁটছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply