সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর খানপুর উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পর থেকে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বিহীন ছিল। এতে নগরবাসী চরম ভোগান্তির শিকার হন। বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে হাসপাতালসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় শহরের খানপুরের ঈশাখান রোডে অবস্থিত উপকেন্দ্রের প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্লান্টের ১০টি ফিডার পুড়ে যায়। এরপর থেকে নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল প্রায় ৮ ঘণ্টা। বেলা সাড়ে ১১টার দিকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।
এ ব্যাপারে উপকেন্দ্র সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হয়নি। স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় সকাল থেকে পানির সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের তত্বাবধায়ক আবুল বাসার জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চলেছে। এরপর অন্য একটি গ্রিড থেকে বিদ্যুতের লাইন সংযোগ করা হয়েছে।
এসজেড/
Leave a reply