অবশেষে উত্তপ্রদেশের জেল থেকে ছাড়া পেলেন কেরেলার সাংবাদিক সিদ্দিক কাপ্পান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জেল থেকে ছাড়া পান তিনি। খবর বিবিসির।
এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে ভারতের দলিত তরুণী ধর্ষণ ও হত্যা মামলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন সংবাদিক কাপ্পান। তার বিরুদ্ধে ধর্মীয় উসকানি দেয়া, ষড়যন্ত্র, দেশদ্রোহসহ একাধিক অভিযোগে মামলা করে সে রাজ্যের সরকার।
জেল থেকে বেরিয়ে কাপ্পান বলেন, তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। মালয়ালম নিউজ পোর্টাল ‘আঝিমুখমে’ কর্মরত ছিলেন সিদ্দিক কাপ্পান। পুলিসের দাবি, দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর হাথরসে গিয়ে শান্তি বিনষ্টের চেষ্টা করেছিলেন তিনি।
এটিএম/
Leave a reply