যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বিদ্যুৎ বিহীন বেশিরভাগ অঞ্চল। তাপমাত্রা আরো কমার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। খবর ইউএসএ টুডের।
কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে রেকর্ড শীত দেখতে পারে টেক্সাস। তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
টেক্সাস, টেনেসি, আরকানসাস, মিসিসিপিতে প্রায় ৫ হাজার ঘরবাড়ি ও স্থাপনায় বিদ্যুৎ নেই গত দু’দিন ধরে। পুরু বরফের স্তরের নিচে ঢাকা পড়ে গেছে রাস্তাঘাট, গাছপালা ও স্থাপনা। এখনো বন্ধ শিক্ষা প্রতিস্থান। বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। তবে প্রবল ঠান্ডায় বরফ সরিয়ে কাজ করতে সময় লাগছে।
বুধবার ঝড় শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। বাইডেন সরকার ইতোমধ্যে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে খারাপ আবহাওয়ার কারণে সে সহযোগিতা কতটুকু বণ্টন করা সম্ভব হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এসজেড/
Leave a reply