রুশ হামলায় ইউক্রেনের ক্রামাতোরস্কের একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হওয়া এ হামলায় তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন ইউক্রেনীয় প্রশাসন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। খবর কিয়েভ পোস্টের।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১০টায় শহরের লোকালয়ে মিসাইল ছোড়ে রুশ সেনারা। রাতভর চলে গোলাবর্ষণ। এতে নয়টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একাংশ। এ হামলায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি ও একজন প্রবীণ। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।
একইদিনে শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে আরও দু’টি হামলা চালায় রুশ সেনারা। তাতে আহত হয় কমপক্ষে পাঁচজন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। আতঙ্কিত বাসিন্দারা এরই মধ্যে লোকালয় ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে সরে গেছেন। গত এপ্রিলে শহরটির রেলস্টেশনে চালানো হামলায় প্রাণ হারান কমপক্ষে ৫৭ জন।
এসজেড/
Leave a reply