শাহরুখ যে বলিউডের কিং এ খবর পুরোনো। কেউ কেউ তো আবার তাকে বলি বাদশাহও বলে থাকেন। তবে সেই কথাকেই আবার মনে করিয়ে দিলেন ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো। নিজের টুইটারে করলেন বাদশাহর ভূয়সী প্রশংসা। খবর হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শাহরুখ তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় ভক্তরা তার বাড়ির সামনে এসেছেন শুভেচ্ছা বিনিময় করতে। শাহরুখের এই পোস্ট শেয়ার করে পাওলো লেখেন, কিংবদন্তি, বন্ধু, তবে সবকিছুর উর্ধে একজন সেরা অভিনেতা। পশ্চিম বিশ্বে যারা তাকে চেনে না তারা ‘মাই নেইম ইজ খান আই অ্যাম নট এ টেরোরিস্ট’ দেখুন। এরপরই শাহরুখ পাওলোকে রিপ্লাই দিয়ে বলেন, আপনার মহানুভবতা, যত দ্রুত সম্ভব চলুন দেখা করি।
এর আগে ২০১৭ সালেও শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করেছিলেন পাওলো কোয়েলহো। তখন তিনি বলেছিলেন, ‘মাই নেম ইজ খান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ অস্কার পাওয়ার যোগ্য।
এটিএম/
Leave a reply