দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি করতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার মার্কিন জাতীয় বীরদের এক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে চায় এ জন্য প্রস্তুত তার প্রশাসন। ২০১৫ সালে চুক্তি স্বাক্ষর হলেও ইরান সে ধারা মেনে চলছে না এমন গোয়েন্দা প্রতিবেদনের কথাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, এমন দুর্বল চুক্তির জন্য দায়ী আগের মার্কিন প্রশাসন। মে মাসে ৬ বিশ্বশক্তির সাথে ইরানের স্বাক্ষর হওয়া ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একক ভাবে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বের হয়ে আসাকে নিজের বিজয় বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।
এসময় তিনি আরও বলেন, ইরানের সাথে এমন একটি চুক্তি করতে চাই আমরা যা আগেরবারের মতো দুর্যোগ ডেকে আনবে না। ওবামা প্রশাসনের করা চুক্তিটি ছিলো পুরোপুরি একপেশে যা মোটেই গ্রহণযোগ্য নয়। আর ইরান তৎকালীন মতাদর্শ থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে নতুন চুক্তির কোন বিকল্প নেই।
Leave a reply