আওয়ামী লীগে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় বিএনপি। কিন্তু তারা জানে না আওয়ামী লীগ ইস্পাতের সরকার। এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে। কারণ, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে আছে।

অনুষ্ঠানে ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply