ঝালকাঠি প্রতিনিধি:
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেন, দেশ স্বাধীন হবার পর জাতির জনক উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল জাতি আজও ভোগ করছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুল হক আকন্দ প্রমুখ।
এএআর/
Leave a reply