তিন হ্যাটট্রিকে নেপালের জালে ভারতের এক ডজন গোল!

|

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ৩ হ্যাটট্রিকে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করেছে ভারত। হ্যাটট্রিক করেছেন নেহা, নিতু লিন্ডা ও আনিতা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ভারত। ম্যাচের ২৯ মিনিটে অপূর্না নাজারির গোলে ডেডলক ভাঙে দলটি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেহা। ৪৩ মিনিটে নিতু লিন্ডার গোলে লিড বাড়িয়ে নেয় ভারত। বিরতির আগ মুহূর্তে নিজের ২য় গোল তুলে নেন নেহা।

বিরতির পরও দাপট দেখায় ভারত। ৫৫ মিনিটে গোল করে ভারতের হয়ে নিজের তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন নেহা। ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লিন্ডা। ৭৯ মিনিটে পূর্ণ হয় আনিকার হ্যাটট্রিক। আর ৯০ মিনিটে নেহার চতুর্থ গোলে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

আরও পড়ুন: নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের সাফ যাত্রা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply