জামায়াত নেতা হামিদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

|

আদালত অবমাননার অভিযোগে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিন আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে এক জনসভায় ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করেন হামিদ। পরদিন সে খবর পত্রিকায় প্রকাশিত হলে ৭ ফেব্রুয়ারি আদালত অবমাননার রুল দেন ট্রাইব্যুনাল। পরে রুল শুনানি শেষে হামিদুর রহমান আজাদকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকার অর্থদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পাঁচ বছর পর সকালে এ মামলায় হাজির হয়ে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান আজাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply