প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে জায়ান্টরা

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে টেবিল টপার আর্সেনাল, ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবং জয়ের খোঁজে থাকা লিভারপুল।

ছবি: সংগৃহীত

এভারটনের বিপক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে আর্সেনাল। এ ম্যাচে আর্সেনালের হয়ে অভিষেক হতে পারে জর্জিনহোর। তবে ইনজুরির শঙ্কা কাটিয়ে থমাস পার্টে একাদশে থাকলেওঁ এ ইতালিয়ানকে নামতে হবে বদলি হিসেবে। তবে, লিগ কাপের ম্যাচে ভালো পারফর্ম করলেও নতুন ফরোয়ার্ড ট্রোসার্ডের মূল একাদশে থাকার সম্ভাবনা নেই। আক্রমণে মার্টিনেলি, সাকা ও এনকেতিয়াতেই আস্থা রাখবেন কোচ আর্তেতা। ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে গানাররা।

ছবি: সংগৃহীত

রাত ৯টায় উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে অফ ফর্মে থাকতে লিভারপুল। পয়েন্ট টেবিলের ১০ নম্বরে নেমে যাওয়া অলরেডরা এই ম্যাচে নতুন করে ইনজুরিতে পরা ইব্রাহিম কোনাতে দল থেকে ছিটকে যান। ক্লপের দলের ইনজুরি লম্বা তালিকায় আরও আছেন ভ্যান ডাইক, আর্থার, ডিয়েগো জটা, লুইস দিয়াজ, ফিরমিনিয়ো চোটের কারণে মাঠের বাইরে।

ছবি: সংগৃহীত

একই সময় আরেক ম্যাচে ম্যানইউ লড়বে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। রোনালদোকে ছেড়ে দেয়ার পর দুর্বার গতিতে ছুটছে রেড ডেভিলদের জয়যাত্রা। ওল্ড ট্রাফোর্ডে টানা ১২ ম্যাচে অপরাজিত এরিক টেন হাগের শিষ্যরা। ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলে ৩য় স্থানে উঠে আসবে রেড ডেভিলরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply