ভোটের দিনেও বোমায় কাঁপলো পাকিস্তান, প্রাণ গেলো ৩১ জনের

|

ভোট গ্রহণের দিনও আত্মঘাতি বোমা হামলায় কাঁপলো পাকিস্তান। কোয়েটায় একটি ভোটকেন্দ্রের প্রবেশপথে চালানো এই হামলায় প্রাণ গেছে অন্তত ৩১ জনের। বুধবারের এই হামলায় আহত হয়েছেন ৩৫ জন। নিহতদের মধ্যে ৩ পুলিশ সদস্যও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দিতে কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় এক ব্যক্তিকে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশের টহল দল পৌঁছার পর ওই ব্যক্তিকে আটকের চেষ্টা করলে হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলার পরপরই কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর পাকিস্তানি তালেবানের দিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply