অবশেষে জামিনে মুক্তি পেলেন ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন জাফর। সম্প্রতি কারাগারে অনশন শুরুর পর তাকে জামিন দিলো কর্তৃপক্ষ। খবর বিবিসির।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অনশন শুরু করার দু’দিনের মাথায় তাকে জামিন দেয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান।
জানা গেছে, তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন পানাহি। সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
গত বছরের জুলাইয়ে পানাহি গ্রেফতার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর, গত অক্টোবরে ইরানের সুপ্রিম কোর্ট পানাহইকে মুক্তির আদেশ দিলেও তাকে আটক করে রাখা হয়েছিল।
/এসএইচ
Leave a reply