দেশে হিন্দুদের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। নেতারা বলেন, সংখ্যালঘু নির্যাতন বন্ধে কমিশনের বিকল্প নেই।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোট সম্মেলনে তারা জাতীয় সংসদে আলাদা আসন ও পৃথক নির্বাচনের দাবি জানান। হিন্দুদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাড. সালমা ইসলাম এমপি বলেন, ব্রিটিশ আমল থেকে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে। তাই বহু আগে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে বিরাজমান। তাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ না হলে সাম্প্রদায়িক শক্তির বিনাশ সম্ভব নয় বলে জানান তিনি।
আরও পড়ুন: বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো: শেখ পরশ
/এম ই
Leave a reply