দেশের বাজারে রেকর্ড বৃদ্ধির পর স্বর্ণের দাম এবার কিছুটা কমলো। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণ বা ২২ ক্যারেট প্রতি ভরির দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ২৬২ টাকায়।
আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
এর আগে চলতি বছরের ৮ ও ১৫ জানুয়ারি এবং গত বছরের ৪ ও ৩০ ডিসেম্বর, ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। আর তাতে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা এই ধাতুটির দাম বৃদ্ধি পায়। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছে যায় স্বর্ণ।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (৪ ফেব্রুয়ারি) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়েছে।
/এমএন
Leave a reply