অপরাধীদের স্থান দিতে না পারায় ‘মেগা কারাগার’ তৈরি করেছে লাতিন আমেরিকার দেশ এল সালভাদর। একসাথে ৪০ হাজার কয়েদির ধারণক্ষমতা রয়েছে জেলটিতে। খবর ডেইলি মেইলের।
১৬৬ হেক্টরের বেশি জমির ওপর তৈরি করা হয়েছে নতুন কারাগার। যার নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬শ’ সেনা ও আড়াইশ’ পুলিশ। সম্প্রতি গ্যাং সহিংসতা ও মাদক চোরাকারবার নিয়ন্ত্রণে বড় ধরনের অভিযান শুরু হয় দেশটিতে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক হয় ৬২ হাজারের বেশি সন্দেহভাজন। বেশিরভাগ কারাগারেই ঠাসাঠাসি করে রাখা হয় ধারণক্ষমতার কয়েক গুণ বেশি কয়েদিকে।
দেশটির সর্ববৃহৎ কারাগার লা এসপারেনজার ধারণক্ষমতা ১০ হাজার হলেও ৩৩ হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছে সেখানে। বিশ্বে কয়েদির সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে এল সালভাদর। দেশটিতে প্রাপ্তবয়স্কদের দুই শতাংশই কারাগারের বাসিন্দা।
এটিএম/
Leave a reply