যুক্তরাষ্ট্রের ওহাইওতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো ট্রেন। এতে লাইনচ্যুত হয়েছে ৫০টি বগি। পরে সেখানে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খবর এপি নিউজের।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে পেনসিলভানিয়া সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের আকাশ। জরুরি অবস্থা জারি হয় অঞ্চলটিতে। বিস্ফোরণের শঙ্কায় এক মাইল এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
কর্তৃপক্ষ জানায়, শতাধিক বগি নিয়ে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। বিপজ্জনক হিসেবে চিহ্নিত অনেক মালামাল ছিল তাতে। বহু পণ্যের প্যাকেটের গায়ে দাহ্য পদার্থসহ লেখা ছিল নানা ধরনের সতর্কবার্তা। ট্রেন লাইনচ্যুতি বা অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এএআর/
Leave a reply