বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকার স্থানে ৬ টাকা নেয়া হচ্ছে, তাতেই দেশে অনেক প্রতিবাদ হচ্ছে। অথচ যুক্তরাজ্যে বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুক্তরাজ্যের তুলনায় দেশে বিদ্যুতের দাম অনেক কম।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিনিয়োগ ভবনের উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ ব্যবসাবান্ধব হয়েছে। এখন ব্যবসা করতে হাওয়া ভবনের মতো আর কাউকে অর্থ দিতে হয় না। বিনিয়োগ ভবন দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ প্রয়োজন অনুযায়ী দেয়া যাবে। তবে অন্তত উৎপাদন মূল্য নিশ্চিত করতে হবে।
এসজেড/
Leave a reply