শুরু হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নাগপুরে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে, প্রথম টেস্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া শিবির। চোটের কারণে নাগপুর টেস্ট খেলতে পারবেন না অজি পেসার জশ হ্যাজলউড। বাম পায়ের চোট ভোগাচ্ছে এ পেসারকে।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বাম পায়ের অ্যাকিলিসের চোটে পড়েন হ্যাজলউড। তা থেকে এখনও সেরে উঠতে পারেননি ৩২ বছর বয়সী এই পেসার।
হ্যাজলউড বলেন, প্রথম টেস্টে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কয়েকদিন হাতে থাকলেও তার মধ্যে সুস্থ হতে পারব বলে মনে হচ্ছে না। দ্বিতীয় টেস্টে খেলার চেষ্টা করছি। আরও কিছু সময় পাবো প্রস্তুতির জন্য। আশা করছি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারব।
হ্যাজলউডের আগে আঙুলের চোটে নাগপুর টেস্ট থেকে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এছাড়া, পুরনো চোটের কারণে এখনও বোলিংয়ের অনুমতি পাননি পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
/আরআইএম
Leave a reply