বেলুচিস্তানের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। মূলত নাসিমকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে বেলুচিস্তান পুলিশ। জিও টিভির খবর।
বিপিএল মাতিয়ে পিএসএল খেলতে পাকিস্তান ফিরে গেছেন পেসার নাসিম শাহ। সেখানে সতীর্থ শাহিন শাহ আফ্রিদির বিয়েতে অংশ নেবার পর নতুন দায়িত্ব পেলেন এই পেসার। কোয়েটা পুলিশ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে নাসিম শাহকে এই দায়িত্ব তুলে দেয়া হয়। অনুষ্ঠানে নাসিম শাহ বলেন, যখন শিশু ছিলাম, পুলিশ দেখলেই ভয় পেতাম। পুলিশের কথা বলে বাবা-মাও আমাকে ভয় দেখাতো।
২০ বছর বয়সী নাসিম শাহ পাকিস্তানের হয়ে খেলেছেন ১৫ টেস্ট, ৫ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি। পুলিশের প্রতি যে তার পূর্বের ধারণা পাল্টে গেছে তা উল্লেখ করে অনুষ্ঠানটিতে নাসিম শাহ বলেন, এখন বড় হয়েছি। এখন জানি, আমাদের নিরাপত্তা দিতে তারা কতটা ত্যাগ স্বীকার করে। কেবল নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাই নয়, এখন তাদের সেবার আরও অনেক সহজ উদাহরণ আছে আমার সামনে। এনসিএ’তে থাকার সময় সারারাত পুলিশের সদস্যরা জেগে থাকতো। আর আমরা আরামে ঘুমোতাম। রাতে ভালো ঘুম না হলে আমি কাজই করতে পারি না। পুলিশের প্রতি তাই আমার রয়েছে গভীর সম্মান ও শ্রদ্ধা।
আরও পড়ুন: ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন ক্যাসেমিরো!
/এম ই
Leave a reply