ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার কথা ছিল তার। তবে কী কারণে তিনি খেলছেন না সেটি জানা যায়নি।
সাকিবের জায়গায় তারা দলে ফিরিয়েছেন বল ট্যাম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা স্টিভেন স্মিথকে। সাকিবের অনুপস্থিতিতে স্মিথকে নিয়ে ব্যাটিং ঘাটতির দিকটা সামাল দিলেও, একজন বোলারের ঘাটতি রয়েই যাচ্ছে বার্বাডোজের।
এদিকে, ৮ আগস্ট থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। সাকিব না থাকলেও এবারের সিপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তিনি খেলবেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাজেভাবে হারার পর সাকিব, মোস্তাফিজসহ বেশ কয়েকজন ক্রিকেটার টেস্ট খেলতে চান না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, এ বিষয়ে সাকিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যমুনা অনলাইন: কেআর/টিএফ
Leave a reply