মেক্সিকোতে চিড়িয়াখানার জন্য আনা বিশেষ জাতের ছাগল খেয়ে ফেললেন কর্মকর্তারা

|

ছবি: রান্না করে খাওয়া 'পিগমি' জাতের ছাগল

মেক্সিকোতে চিড়িয়াখানার জন্য আনা বিশেষ জাতের ‘পিগমি’ ছাগল রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। অভিযোগ, গেলো ক্রিসমাসের ছুটিতে চারটি ছাগল রান্না করে খেয়েছেন তিনি ও কিছু কর্মকর্তা। এর দায়ে ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের।

বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির বন্যপ্রাণী বিভাগের পরিচালক ফার্নান্দো রুইজ এ তথ্য নিশ্চিত করে জানান, ছাগলগুলো খেয়ে কর্মকর্তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছেন। কারণ এ ধরনের ছাগল মানুষের জন্য অনুপযুক্ত।

এই অভিযোগের জবাবে চিড়িয়াখানার পরিচালক জোস নাভা বলেন, হ্যাঁ আমরা ছাগল খেয়েছি। তার মানে এই নয় যে সেগুলো চিড়িয়াখানার ছিল। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এরপর চিড়িয়াখানায় বেশ কিছু হরিণও মারা যায়। ফলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। তদন্তকারী কর্মকর্তারা বলেন, নাভা অসুস্থ হরিণগুলোর পর্যাপ্ত যত্ন নেননি বলেই সেগুলো প্রাণ হারিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply