ম্যাক অ্যালিস্টারকে দলে ভেড়াতে চায় ম্যানসিটি!

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিজেদের দলে ভেড়াতে ইতোমধ্যে উঠে পড়ে লেগেছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। মূলত, জার্মান মিডফিল্ডার ইল্কে গুন্দোগানের বিকল্প খেলোয়াড় হিসেবে অ্যালিস্টারকে দলে ভেড়াতে চায় দলটি। অ্যালিস্টারের ব্যাপারটি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ‘গোল ডট কম’।

সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাবটি আর্জেন্টাইন ফুটবলারদের দিকে ঝুঁকতে শুরু করেছে। ইতোমধ্যে তারা জুলিয়ান আলভারেজ এবং পিরোনেকে দলে অন্তর্ভুক্ত করেছে। ম্যানসিটির হয়ে দু’জনে মাঠ মাতাচ্ছেন। বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড আলভারেজ তো ইতোমধ্যে ক্লাবে নিজের সামর্থের জানান দিয়েছেন। এখন তাদের নজর আরেকজন আর্জেন্টাইনের দিকে।

অবশ্য অ্যালিস্টারের দিকে চোখ দেওয়ার যথেষ্ট কারণ আছে পেপ গার্দিওলার। গুঞ্জন আছে আগামী মৌসুমে সিটির ডাগআউট ছাড়তে পারেন জার্মান মিডফিল্ডার গুন্দোগান। তাই আগে থেকেই সিটিজেনরা আরেক ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলা এই আর্জেন্টাইন তারকাকে পেতে চাচ্ছে। কারণ গুন্দোগান যদি চলে যায়, তাহলে যেন কোনও সমস্যায় না পড়তে হয় সিটিকে।

ছবি: সংগৃহীত

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ফুটমবের তথ্যমতে, ম্যাক অ্যালিস্টারকে পেতে কমপক্ষে ৩৬ মিলিয়ন ইউরো খোসাতে হবে সিটিকে। তবে, ব্রাইটন এর থেকেও বেশি দর হাঁকাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কেননা, ব্রাইটনের আরেক সেন্টার মিডফিল্ডার ময়সেস কাইসেডোর বর্তমান বাজার মূল্য ছিলো ২৪ মিলিয়ন কিন্তু গ্রীষ্মের দলবদলে তাকে ৭০ মিলিয়ন দর হাঁকিয়েছিল আর্সেনাল। এরপরেও কাইসেডোকে দলে ভেড়াতে পারেনি গানাররা। তাইতো, ম্যাক অ্যালিস্টারকে কিনতে হলে বর্তমান বাজার মূল্যের থেকেও দ্বিগুণ দামে হাঁকাতে হবে ম্যানসিটিকে।

বর্তমানে ব্রাইটনের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ২৪ বছর বয়সী অ্যালিস্টার। কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে নজর কাড়া পারফরমেন্স করেছেন তিনি। সেই কারণেই অ্যালিস্টারের পারফরমেন্সে মুগ্ধ হয়ে গার্দিওলা এখন তাকে চাচ্ছে।

অ্যালিস্টার ২০১৮-১৯ মৌসুমে ব্রাইটনে যোগ দেন। এরপর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮০ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এই মিডফিল্ডার। আগামী মৌসুমে ম্যানসিটির ডাগআউটে তাকে দেখা যায় কিনা সেটার অপেক্ষাই এখন করতে হবে সমর্থকদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply