হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম-ম্যানসিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটস্পার। এবারের মৌসুমে ইপিএলে সিটিজেনরা আছে দুর্দান্ত ছন্দে। অনবদ্য পারফরমেন্স আর ফুটবলারদের দুর্দান্ত ফর্ম নিয়ে টেবিলের দুইয়ে আছে পেপ গার্দিওলার শিষ্যরা।

টটেনহ্যাম হটস্পট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়। আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মরিয়া পেপ গার্দিওলার দল। এফএ কাপে আর্সেনালের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসটাও তুঙ্গে হাল্যান্ডদের। নিখুঁত পরিকল্পনায় এ ম্যাচে জয় তুলে নিতে মুখিয়ে আছে ম্যানসিটি। দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হাল্যান্ড, ডি ব্রুইনার নৈপুণ্যে টটেনহ্যামের বিপক্ষে জয়ের লক্ষ্য সিটিজেনদের।

অন্যদিকে ঘরের মাঠে সিটিকে একবিন্দু ছাড় দিতে নারাজ হ্যারি কেনরা। গেল মাসে ম্যানসিটির কাছে ৪-২ গোলের পরাজয়ের প্রতিশোধ নিতে প্রস্তুত নর্থ লন্ডনের ক্লাবটি। দলে নেই কোনো ইনজুরির সমস্যা, তাইতো পূর্ণ একাদশ নিয়েই ম্যানসিটিকে বধ করার ছক কষছেন ক্রিস্টিয়ান স্তেলেন্নি।

প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিটিজেনরা। অন্যদিকে, ম্যানসিটির থেকে ১ ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে রয়েছে টটেনহ্যাম।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply