পাঠ্য বইয়ে ইচ্ছাকৃত ভুল বা বিতর্কিত তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা পিয়ার আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে পুরো শিক্ষাব্যবস্থায় রূপান্তর ঘটাচ্ছে। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা বইয়ে ভুল রব তুলে সেসব অর্জন চাপা দিতে চাচ্ছে।
শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি শুধু সংশোধনই নয়, লেখকরা যদি ইচ্ছাকৃতভাবে বইয়ে ভুল তথ্য দিয়ে থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এটিএম/
Leave a reply