তুলুজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পিএসজি একাদশে ছিলেন না নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে পিছিয়ে পড়ার পরও জয় পেতে ভুগতে হয়নি ফরাসি জায়ান্টকে। আরও একবার আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে পিএসজিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের বীরত্বের কথা স্বীকার করেছেন খোদ ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনোস। পিএসজির অধিনায়ক জানান, মেসি একজন জিনিয়াস। পিএসজি টকের খবর।
চলতি মৌসুমে লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ইতোমধ্যে, ১৮ ম্যাচে খেলে ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি গোল। আর তুলুজের বিপক্ষে লিওনেল মেসির চোখ ধাঁধানো গোলের পর ভূয়সী প্রশংসা করেছেন পিএসজির অধিনায়ক মারকুইনোস।
তিনি বলেন, মেসির সম্পর্কে আমাদের খারাপ কিছু বলার নেই। সে এই খেলার জিনিয়াস। খেলার মাঠে সে সত্যিই অপ্রতিরোধ্য। সে সবকিছুই জিতেছেন। আরও কিছু জয়ের অনুপ্রেরনা সব সময়ই তার মাঝে কাজ করে। আমি খুবই খুশি যে, সে আমাদের দলে আছে এবং দলকে সাহায্য করতে চায়। আমি আবারও বলছি, সে জিনিয়াস।
/আরআইএম
Leave a reply