রোহিঙ্গাবাহী ট্রলারডুবি: ইনানী সৈকতে ভেসে এলো লাশ

|

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ৩টি ট্রলার ডুবিতে ১৪ নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, বিকেলে এসব মৃতদেহ কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসে। সাগরপথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কাই কিসলু জানান, সাগরে ৩টি  ট্রলার ডুবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নিয়মিতই নৌকা ডুবির ঘটনা ঘটছে। নৌকাডুবিতে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply