করদাতার সংখ্যা বাড়ানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

করদাতাদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত ‘আয়কর ব্যবস্থার ক্রমবিকাশ’ বিষয়ক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর ব্যবস্থাপনায় অটোমোশনের পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির কাজ চলছে। বাড়ানো হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। টিআইএনধারী অনেকেই কর পরিশোধ করেন না।

এতে কর কমিশনাররা বলেন, ডিজিটাল পদ্ধতির বিস্তৃতি হলে কর ফাঁকির পথ বন্ধ হবে। সহজেই বেশি তথ্য পর্যালোচনা করতে পারবেন কর্মকর্তারা। এর পাশাপাশি সেবার মানও বাড়বে। এক ধরনের সংস্কারের পথ ধরে আয়কর বিভাগের কার্যক্রম এগিয়ে চলছে।

সেমিনারে আয়কর ব্যবস্থাপনার মান উন্নয়নের চিত্রও তুলে ধরা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply