২০১৯ বিশ্বকাপের পর রোহিত শর্মা ও ভিরাট কোহলির মাঝে দ্বন্দ্ব নিয়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল। এ নিয়ে কানাঘুষা চললেও আদতে কিছুই প্রকাশ্যে আসেনি। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ওই সময় ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা রামাকৃষ্ণান শ্রীধর।
নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, তৎকালীন কোচ রবি শাস্ত্রীর মধ্যস্থতায় ভিরাট-রোহিতের ঝামেলা বেশিদূর গড়ায়নি। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পরই সেমিতেই আটকে যায় ভারতের শিরোপা মিশন। তখন থেকেই ফাটল শুরু ভিরাট-রোহিতের সম্পর্কে।
রামাকৃষ্ণান শ্রীধর বলেন, সেই সময় দলের ভেতরের অবস্থা ভালো ছিল না। শাস্ত্রী ভাই সে ব্যাপারে অবগত ছিলেন। বিশ্বকাপের ১০ দিন পরে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল। সেখানে গিয়ে ভিরাট ও রোহিতকে ডেকে পাঠান শাস্ত্রী ভাই। ওদের একসঙ্গে বসিয়ে কথা বলেন। তিনি আসলে সময় নষ্ট করতে চাননি। ওই বৈঠকে দুই শিষ্যর মাঝে সৃষ্ট দূরত্ব বেশিদূর গড়াতে দেননি রবি শাস্ত্রী।
রামাকৃষ্ণান শ্রীধর আরও বলেন, রবি ভাই ওদের বলেছিল, দলের স্বার্থে সবাইকে এক হয়ে খেলতে হবে। সবার উপরে দেশ। তোমরা দলের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার। তোমাদের মধ্যে সম্পর্ক কী অবস্থায় আছে সেটা বড় বিষয় নয়। দলের স্বার্থে সব মিটিয়ে একসঙ্গে খেলতে হবে।
এমনকি, এ দুই ক্রিকেটারের স্নায়ুযুদ্ধ তখন তাদের স্ত্রী পর্যন্ত গড়ায়। যার কারণে তাদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল।
ওই ঘটনার পর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। বদলে গেছে অনেক কিছু। তিন ফরম্যাটের কোনোটিতেই দায়িত্বে নেই ভিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের টুপিটা এখন রোহিতের মাথায়। আর সেই স্নায়ুযুদ্ধ ছাপিয়ে ভিরাট-রোহিত দুই জনকেই মাঠের লড়াইয়ে একসঙ্গে হাসিমুখে দেখা গেছে।
/আরআইএম
Leave a reply