জয়ের পথে ইমরান খান

|

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা শেষে চলছে প্রাথমিক ফলাফল ঘোষণা। ২৭২ আসনের মধ্যে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছে ২৪৯ আসনের ফল।

এর মধ্যে ১০৫ আসন পেয়ে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পিটিআই। আর ৭১ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন। এছাড়া মাত্র ৩৯ আসন পেয়ে তার পরের অবস্থানে বিলাওয়াল ভুট্টোর পিপিপি। অবশ্য একক ভাবে সরকার গঠন করতে প্রয়োজন ১৩৭ আসন। যদিও এরই মধ্যে জয় উদযাপন শুরু করেছে পিটিআই সমর্থকরা ।

এর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৮৫ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। জাতীয় পরিষদের ২৭২ আসনের জন্য নির্বাচনে দাড়ায় ৩ হাজার ৭৬৫ প্রার্থী।

নির্বাচনে সহিংসতা রুখতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর আট লাখের বেশি সদস্য। এর মধ্যেও, বেলুচিস্তানের কোয়েটায় একটি ভোটকেন্দ্রের সামনে আত্মঘাতী হামলা প্রাণ হারায় অন্তত ৩১ জন। জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply