স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২২ হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রকিবকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের মাদক ব্যবসায়ী রকিব হাসান রফিককে (৩৪) আটক করে। এ সময় তার বাড়ির কক্ষে আলমারি ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হবে।
ইউএইচ/
Leave a reply