হবিগঞ্জ প্রতিনিধি:
উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ এসে জরিমানা গুনলেন আলোচিত-সমালোচিত হিরো আলম। ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে মহাসড়কে তাকে বহনকারী গাড়িটি ওভারস্পিডে থাকায় মামলা দেয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় তাকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, আশরাফুল আলম হিরোকে বহনকারী গাড়িটি হাইওয়ে দিয়ে ওভারস্পিডে চলছিলো। এ সময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে মামলা দেয়। পরে আড়াই হাজার টাকা জরিমানা করে গাড়িটি ছেড়ে দেয়া হয়।
প্রসঙ্গত, হিরো আলমের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে তাকে একটি নোয়াহ গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্কুলশিক্ষক এম মুখলেছুর রহমান। উপহারের সেই গাড়ি নিতে গিয়েই জরিমানা গুনলেন হিরো আলম।
/এসএইচ
Leave a reply