শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড তুরস্কের সমুদ্র বন্দরেও

|

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে দেশটির ইস্কেন্দেরুন সমুদ্র বন্দরে। ভেঙে পড়েছে একাধিক কন্টেইনারের সারি। এসময় পাশে থাকা ক্রেন এবং কন্ট্রোলরুমে আগুন ধরে যায়। খবর রয়টার্সের।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চল। এর ফলে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দিন ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর ৩টি ভূমিকম্প অনুভূত হয়। প্রচন্ড এই কম্পনেই আগুন ছড়িয়ে পড়ে ইস্কেন্দেরুন সমুদ্র বন্দর ও এর আশেপাশের এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষ জানায়, কোনো হতাহত হয়নি। আপাতত বন্ধ রাখা হয়েছে বন্দরের নিয়মিত কার্যক্রম। তুরস্কের দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে এটি বিবেচিত হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানানো হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply