রামচন্দ্রপুর খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণে মেয়র আতিকের আল্টিমেটাম

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

১৫ দিনের মধ্যে রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা অপসারণের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের বসিলা ও চন্দ্রিমা হাউজিং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এ আলটিমেটান দেন তিনি। অন্যথায় খাল উদ্ধারে কঠোর ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র। শহরকে নোংরা করে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এ সময় খাল দূষণ করায় একটি গরুর খামারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর বেশ কয়েকটিকে খামারকে সতর্ক করা হয়। গো-বর্জ্য সরাসরি খালে না ফেলে খামারিদের কেন্দ্রীয়ভাবে ইটিপি প্ল্যান্ট স্থাপনের আহ্বান জানান আতিকুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply