রেগুলার ফোন কলের পাশাপাশি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন অনেকে। কিন্তু ব্যবহারকারী যদি ব্যস্ত থাকেন তবে অনেকসময়ই আর কথা বলা হয়ে ওঠে না। এই সমস্যা সমাধানে নতুন ‘কল শিডিউল’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর টাঈমস অব ইন্ডিয়া’র।
কল শিডিউল সুবিধা চালু হলে ব্যবহারকারীরা আগে থেকে কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপে জানিয়ে দিতে পারবেন। প্রাপকেরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কথা বলতে পারবেন।
কল শিডিউল সুবিধাটি এখনও পুরোপুরি চালু করেনি হোয়াটসঅ্যাপ। বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকদের ওপরই এ সুবিধাটির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রোয়েড প্ল্যাটফর্মেই এ ফিচারটি চালু করা হয়েছে। পরবর্তীতে আইওস সংস্করণেও এটি আনবে বলে আশা করা যাচ্ছে।
এটিএম/
Leave a reply