বরিশাল ব্যুরো:
ক্রীড়া প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় বরিশাল ক্যাডেট কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান জুবায়ের(১৫) বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লে. কর্নেল আবু রায়হান আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে ক্রীড়া প্রশিক্ষণের সময় দড়ি থেকে নিচে পড়ে মুখে ও মাথায় আঘাত পায় সালমান জুবায়ের। তাৎক্ষনিক তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে শেখ হাসিনা সেনানিবাসের হাসপাতালেও নেয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
সালমানের বাড়ি পটুয়াখালীতে। তার বাবা শাহ জালাল আহমেদ পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক। তিনি জানান, বুধবার দুপুরে সালমানের দাফন সম্পন্ন হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলালউদ্দিন বলেন, ক্যাডেট কলেজের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। এটি কলেজের অভ্যন্তরীন বিষয়। তাই আমরাও জানতে যাইনি। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ কিছু জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটিএম/
Leave a reply