তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ১২ হাজার ছাড়ালো

|

ছবি : সংগৃহীত

তুরস্ক-সিরিয়া সীমান্তে বেড়েই চলেছে লাশের সারি। ভূমিকম্পে দুই দেশে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এখন অলৌকিক কিছুর প্রত্যাশায় বেঁচে আছেন স্বজনরা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, কেবল তুরস্কে ৯ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ৫৩ হাজার। সিরিয়ায় ৩ হাজার মানুষের প্রাণহানি নিশ্চিত হয়েছে। হাজার-হাজার বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছেন উদ্ধারকারীরা। তবে তিন দিন পেরিয়ে যাওয়ার পরও অনেক এলাকায় পাঠানো সম্ভব হয়নি বিশেষজ্ঞ টিম। স্বেচ্ছাসেবী ও স্থানীয়রাই খোঁড়াখুঁড়ির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার দু’দেশের সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর থেকে অনুভূত হয়েছে আড়াইশোর বেশি আফটার শক।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply