সেমিতে ৪-১ গোলে জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ

|

ছবি : সংগৃহীত

মরক্কোর রাজধানী রাবাতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

চোটের কারণে বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল। বল দখলে এগিয়ে থাকলেও শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ২৮তম মিনিটে ভিনিসিউসের শট লক্ষ ভেদ করতে পারেনি। বিরতির আগে অবশ্য ডেডলক ভাঙেন ভিনিসিউস নিজেই। আল আহলির এক ডিফেন্ডারের ব্যাক-পাসে বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ের মিডফিল্ডার ভালভেরদে। ৬৫তম মিনিটে আলি মালউলের সফল স্পট-কিকে ব্যবধান কমায় আল আহলি। ম্যাচের অতিরিক্ত সময়ে রদ্রিগো ও স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস আরও দুটি গোল করলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। শনিবার (১১ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply