বিশ্বকাপ জয়ী আধিনায়ক থেকে এখন রাষ্ট্রনায়ক হওয়ার পথে পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এ নিয়ে দেশটির ভেতরে-বাইরে, ক্রীড়াঙ্গনে, নানা আলোচনা-সমালোচনা। কিন্তু, এ ঘটনায় ব্রিটিশ মিডিয়া বিবিসিকে কেনো দুঃখ প্রকাশ করতে হলো? কারণ, এত বড় ভুলের পর এটাই শিষ্টাচার। কী সেই ভুল?
পাকিস্তানের সাধারণ নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকার পর বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন দলটির প্রধান নেতা ইমরান খান। বিবিসিও তাই করেছিল। কিন্তু, তাদের নিউজনাইট অনুষ্ঠানে ইমরান খানের বদলে ভুলক্রমে আরেক পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরামের ফুটেজ চালিয়ে দেয় তারা।
বুধবার রাতে প্রচারিত এ অনুষ্ঠানের শেষের দিকে অবশ্য দুঃখ প্রকাশ করেন বিবিসির উপস্থাপক ইভান ডেভিস। তিনি বলেন, আমরা ভুলক্রমে ইমরান খানের বদলে ওয়াসিম আকরামে ছবি চালিয়ে দিয়েছি। জানি না, এটা কীভাবে হলো? আমরা এজন্য দুঃখিত। কিন্তু তাতেও থেমে থাকেনি সমালোচনা। অনেক দর্শক বিসিবির এহেন ভুলের তীব্র সমালোচনা করেছেন। সেখান থেকে কিছু সমালোচনাসহ সংবাদ ছেপেছে তাদের অনলাইন ভার্সন। এ সৎ সাহসই বা কয়জনার আছে?
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply