ভারতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের আহ্বান

|

১৪ ফেব্রুয়ারি বিশ্বের বেশিরভাগ দেশেই কমবেশি ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভারতে এবার এই দিবসটিকে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানানো হয়েছে। ভারতের পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। সকলে পাশ্চাত্যের চাকচিক্যের কারণে ভারতের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাই কেউ গরুকে জড়িয়ে ধরলে আবেগ ও আনন্দে সম্পৃক্ত হতে পারবেন। যারা গরুকে ভালোবাসে তারা ১৪ ফেব্রুয়ারি এই গবাদি পশুকে আলিঙ্গন করে জীবন আরও সুখকর করে তুলতে পারবেন। ওই দিন ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ হিসাবে গোটা ভারতে পালিত হবে। গরুকে জড়িয়ে ধরা মোটেই মন্দ নয় বলেও জানানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply