ভূমিকম্পে নিখোঁজ ফুটবলার আতসুকে উদ্ধারের খবরটি মিথ্যা

|

ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। ছবি : সংগৃহীত

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ হওয়া ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে খুঁজে পাওয়ার খবরটি মিথ্যা বলে জানিয়েছেন তার এজেন্ট নানা সেচ। বলেন, তার অবস্থান সম্পর্কে এখনো কেউ কিছু জানেন না। উদ্ধারে চেষ্টা চলছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রায় হানা দেয়া ভূমিকম্পটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। এ ঘটনায় প্রাণ গেছে তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান। এ ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন ঘানার ফুটবলার আতসু। তবে তাকে নিরাপদে উদ্ধারের খবর দিয়েছিল গণমাধ্যমগুলো।

তবে এ খবরটি মিথ্যা বলেছেন আতসুর এজেন্ট নানা সেচ। সেই সাথে হাতাইস্পোরের কোচ ভলকান ডেমিরেল জানান, আতসুকে উদ্ধারের চেষ্টা এখনো অব্যাহত আছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply