নরসিংদীতে মাইক্রোবাসের ধাক্কায় দুইজনের মৃত্যু: দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলছে পিবিআই

|

২০২১ সালে নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত শাহান শাহ আলী বিপ্লবকে হত্যা করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার। বলেন, শিবপুর ইটাখোলা হাইওয়ে থেকে বিপ্লব ও তার বডি গার্ড মনির হোসেনের মরদেহ উদ্ধার হয়। সেদিন মাইক্রোবাসের চালকসহ যাত্রীরা পালিয়ে যায়। সন্দেহ হলে তদন্ত শুরু করে পিবিআই।

বনজ কুমার মজুমদার আরও বলেন, তদন্ত শুরুর পর জানা যায়, ওই গাড়িতে খুনিরাই ছিল। পরিকল্পনা অনুযায়ী বিপ্লবের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে হত্যা করা হয়। মাইক্রোবাসটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সড়কেই পড়ে থাকে। গাড়ির সূত্র ধরে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।

নিহত বিপ্লব রায়পুরার দুলাল গাজী হত্যাসহ চারটি হত্যা মামলার আসামি। মামলাটিতে জেল খেটে জামিন পান তিনি। বিপ্লবের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছিল, তাদের দুই জনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে। এই নিয়ে তখন ব্যাপক চাঞ্চল্য ছিল নরসিংদীর রায়পুরায়। তারপরেই হাইওয়ে থেকে বিপ্লবের লাশ উদ্ধার করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply