মালয়েশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় পুতিনের সম্পৃক্ততার ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা

|

বিবিসি থেকে সংগৃহীত ছবি।

মালয়েশিয়ার বিমান ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্তের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। ২০১৪ সালে ইউক্রেনে ২৯৮ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। খবর বিবিসির।

জানা গেছে, ইউক্রেনের রুশপন্হী বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় বিমানটি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুতিনের নির্দেশেই সেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছিলো বলে তদন্তে ইঙ্গিত দেয়া হয়। যদিও এর স্বপক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এখনও তুলে ধরতে পারেনি তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, ২০২২ সালে ওই দুর্ঘটনার মামলার রায় হয় নেদারল্যান্ডসের আদালতে। সেখানে ২ রুশ এবং এক ইউক্রেনীয়কে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ ছিলো, রাশিয়ার বাক মিসাইল দিয়ে ওই বিমানকে ধ্বংস করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply