ইতিহাসের সবচেয়ে বড় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শনী উত্তর কোরিয়ায়

|

ইতিহাসের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে উত্তর কোরিয়া। বুধবার (৮ ফেব্রুয়ারি) এ প্যারেডে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার মেয়ে। খবর দ্য গার্ডিয়ানের।

সামরিক বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয় উত্তর কোরিয়ায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিশ্ববাসীর কাছে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা তুলে ধরতেই এ প্রদর্শনী করা হয়েছে।

সামরিক এ প্যারেডে প্রদর্শন করা হয় প্রায় ১১টি হাসোং-সেভেন্টিন ব্যালেস্টিক মিসাইল। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। পিইয়ংইয়ংয়ের দাবি, বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম এটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply